Refund and Returns Policy

📜 প্রোডাক্ট রিটার্ন পলিসি

  1. রিটার্নের সময়সীমা

প্রোডাক্ট হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে রিটার্নের জন্য আবেদন করতে হবে।

নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না।

  1. রিটার্নের শর্তাবলী

গ্রাহক নিচের ক্ষেত্রে রিটার্ন করতে পারবেন—

ডেলিভারিতে ভুল প্রোডাক্ট পাওয়া গেলে।

প্রোডাক্টে উৎপাদনজনিত ত্রুটি (ড্যামেজ/ডিফেক্ট)।

সাইজ, রঙ বা ডিজাইন ভুল হলে (যদি অর্ডারে ভিন্ন উল্লেখ থাকে)।

প্রোডাক্টটি অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিং সহ ফেরত দিতে হবে।

দলিল হিসেবে অর্ডার বিলের মূলকপি প্রোডাক্টের সাথে ফেরত পাঠাতে হবে।

  1. যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়

প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে বা ধোয়া হয়েছে।

সুগন্ধি, বাখুর, বা যেকোনো ভোক্তা-সুগন্ধ পণ্য খোলা হয়েছে।

ডিসকাউন্ট/প্রমোশনাল অফারের পণ্য।

কাস্টমাইজড বা বিশেষ অর্ডার।

  1. রিটার্ন প্রসেস

আমাদের কাস্টমার কেয়ার নম্বরে কল/মেসেজ করে রিটার্ন আবেদন জানান।

প্রোডাক্টের ছবি ও সমস্যার বিবরণ পাঠাতে হবে।

অনুমোদনের পর কুরিয়ারের মাধ্যমে পণ্য ফেরত পাঠাতে হবে।

যাচাই শেষে রিপ্লেসমেন্ট/স্টোর ক্রেডিট/রিফান্ড প্রদান করা হবে।

পণ্য ফেরত পাওয়ার ৫ কার্যদিবস এর মধ্যে রিফান্ড প্রসেস হবে

কুরিয়ার চার্জ প্রযোজ্য ক্ষেত্রে কাস্টমার বহন করবেন (যদি আমাদের ভুল না হয়)।

  1. অতিরিক্ত নোট

আমরা সবসময় চেষ্টা করি ১০০% গ্রাহক সন্তুষ্টি দেওয়ার জন্য।

আমাদের টিম সর্বোচ্চ আন্তরিকতার সাথে সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ।

Contact us at {email} for questions related to refunds and returns.

Scroll to Top